West Bengal State Election Fee | রাজ্য নির্বাচন কমিশনের শীর্ষ পদে রদবদল, নতুন অ্যাডিশনাল ও জয়েন্ট সিইও-র পদে কে?

West Bengal State Election Fee | রাজ্য নির্বাচন কমিশনের শীর্ষ পদে রদবদল, নতুন অ্যাডিশনাল ও জয়েন্ট সিইও-র পদে কে?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য নির্বাচন কমিশনের (West Bengal State Election Fee) শীর্ষ পদে রদবদল। নতুন অ্যাডিশনাল চিফ ইলেক্টোরাল অফিসার (Addl. CEO) এবং জয়েন্ট চিফ ইলেক্টোরাল অফিসার (Joint CEO) পদে নিয়োগের জন্য নাম চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। নতুন অ্যাডিশনাল চিফ ইলেক্টোরাল অফিসার পদে যোগ দিতে চলেছেন ২০১১ ব্যাচের আইএএস আধিকারিক এস অরুণ প্রসাদ। পাশাপাশি নতুন জয়েন্ট চিফ ইলেক্টোরাল অফিসার পদে যোগ দিচ্ছেন ২০১৩ সালের ব্যাচের আইএএস আধিকারিক হরিশঙ্কর‌ পানিক্কর।

রাজ্যের পাঠানো নামের তালিকা খতিয়ে দেখে এই দু’জনের নিয়োগে অনুমোদন দিয়েছে কমিশন। একইসঙ্গে ডেপুটি চিফ ইলেক্টোরাল অফিসার পদে নতুন করে প্যানেল পাঠাতে নির্দেশ দিয়েছে কমিশন। বলা হয়েছে, ওই তালিকায় অন্তত তিনজন এমন অফিসারের নাম থাকতে হবে যাঁদের নির্বাচনি কাজে উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে। চিঠিতে স্পষ্ট করে জানানো হয়েছে, অবিলম্বে এই নির্দেশ মেনে চলতে হবে। কমিশনের নির্দেশ অনুযায়ী দ্রুত নতুন প্যানেল পাঠানোর প্রস্তুতি শুরু করেছে নবান্ন (Nabanna)।

প্রসঙ্গত, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন (Meeting Election)। সে কথা মাথায় রেখে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। মনে করা হচ্ছে, রাজ্যে এসআইআর (SIR) শুরুর আগে সিইও দপ্তরের শূন্য পদগুলি‌ দ্রুত পুরণের লক্ষ্যেই কমিশনের এই তৎপরতা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *