উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ত্বকে(Well being ideas) সরাসরি সুগন্ধি স্প্রে করলে দাগছোপ তো পড়বেই তেমনই বয়সের আগেই বলিরেখা পড়তে পারে ত্বকে। সেখানে ব্রণ বা চুলকানির সমস্যাও হয়। দাগ তুলতে সাবান বা কোনও রাসায়নিক দেওয়া প্রসাধনী দিয়ে ঘষাঘষি করেন অনেকে। এতে ত্বকের(Well being ideas)আর্দ্রতা কমে গিয়ে সমস্যা আরও বাড়ে। চামড়া কুঁচকে যেতে শুরু করে। ঘাড়ে, গলার কাছে র্যাশ হতে দেখা যায়। এই সমস্যার সমাধান কি?
বেশি মাত্রায় অ্যালকোহল দেওয়া সুগন্ধি ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক রং নষ্ট হতে থাকে। ওই ধরনের সুগন্ধি ঘাড়ে বা গলায় লাগিয়ে রোদে বেশিক্ষণ থাকলে সূর্যের অতিবেগুনি রশ্মির সঙ্গে সুগন্ধির রাসায়নিক বিক্রিয়া হয়ে ত্বকের মেলানিনের মাত্রার হেরফের হয়। ত্বকের পিএইচের ভারসাম্য নষ্ট হতে থাকে। ফলে ত্বক কালচে হয়ে যাওয়ার পাশাপাশি, কুঁচকে যেতেও শুরু করে। তাই এমন সুগন্ধি ব্যবহার করতে হবে যাতে অ্যালকোহলের মাত্রা কম। কেনার আগে দেখে নিতে হবে সুগন্ধিতে অ্যালুমিনিয়াম, ইথাইল অ্যালকোহল আছে কি না। এই উপাদানগুলি ত্বকের জন্য ক্ষতিকর। ত্বকে অ্যালার্জি হতে শুরু করে এর ফলে। তাই কম রাসায়নিক আছে এমন হালকা ময়শ্চারাইজ়ার ব্যবহার করলে ভাল ফল হতে পারে।