উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল। ১২ ঘন্টা ধরে তুমুল বিতর্কের পর ভোটাভুটির মাধ্যমে ২৮৮-২৩২ ভোটে বিলটি লোকসভায় গৃহীত হয়। বিরোধীদের প্রবল আপত্তির মধ্যেই বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল (Waqf Invoice) পেশ করেন কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বিল নিয়ে বিরোধীদের সঙ্গে সরকার পক্ষের সংঘাত ছিল শুরু থেকেই। কংগ্রেস, তৃণমূল, আরজেডি, সমাজবাদী পার্টি, এনসিপি, বাম দলগুলি ছাড়াও বিরোধী শিবিরের প্রায় সব দল সম্মিলিতভাবে এই বিলের বিরোধিতা করছে। এদিন মন্ত্রী কিরেন রিজিজু দাবি করেন, ওয়াকফ বোর্ডে স্বচ্ছতা আনতেই এই বিল। তাঁর আরও দাবি, সরকার কোনও ধর্মীয় সংগঠন বা তাদের কাজকর্মে হস্তক্ষেপ করছে না। ওয়াকফ বোর্ডের সঙ্গে ধর্মের কোনও যোগ নেই, সম্পত্তি সংক্রান্ত বিষয় এটি।
২০২৪ সালের অগাস্ট মাসে এই বিল লোকসভায় পেশের পর বিভিন্ন বিরোধী দল ও মুসলিম সংগঠনগুলোর বিরোধীতার জেরে আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিরোধীরা এই বিলের প্রবল বিরোধিতা করে একে অসাংবিধানিক এবং মুসলিম বিরোধী বলে সমালোচনা করে। যৌথ সংসদীয় কমিটিতে আলোচনার পর সংশোধনী সহ নতুন বিল ক্যাবিনেটে অনুমোদন পেয়েছে। সেই বিলই এদিন লোকসভায় পেশ করা হয়। দিনভর আলোচনায় অংশ নেন বিরোধীরা। লোকসভায় এই বিল পাশ করাতে সরকারপক্ষের দরকার ছিল ২৭২ জন সাংসদের সমর্থন। যা বিজেপি খুব সহজেই জোগাড় করে নিয়েছে। ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে ভোট দেন ২৮৮ জন সাংসদ। বিরোধিতা করেন ২৩২ জন। ফলে সহজেই এই বিল পাশ করানো সম্ভব হয়েছে। বৃহস্পতিবার এই বিল রাজ্যসভায় পেশ করা হবে।