Vladimir Putin | অগাস্টেই ভারত সফরে পুতিন, আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে টানাপোড়েনের আবহে রুশ ঘনিষ্ঠতা বাড়াচ্ছে নয়াদিল্লি?

Vladimir Putin | অগাস্টেই ভারত সফরে পুতিন, আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে টানাপোড়েনের আবহে রুশ ঘনিষ্ঠতা বাড়াচ্ছে নয়াদিল্লি?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আচমকা ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানো নিয়ে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে। মোদি ট্রাম্প বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আকাশেও দেখা দিয়েছে কালো মেঘ। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতিতে কিছুটা অস্বস্তিতে ভারত।

তবে এরই মধ্যে গতকালই জানা গিয়েছিল গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম চিন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি। সেখানে এসসিও বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এবার জানা গেল আগস্টের শেষ দিকেই ভারতে আসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে উদ্ধৃত করে রুশ সংবাদসংস্থা বৃহস্পতিবার এই খবর জানিয়েছে। দোভাল এই মুহূর্তে মস্কোয় রয়েছেন। তিনি জানান, পুতিন ভারত সফরে আসছেন তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি। সংবাদ সংস্থা সূত্রের খবর, অগাস্টেই এই সফর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার আগেই সাংহাইতে এসসিও (SCO) সম্মেলনে মোদি-পুতিন সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। মোদির বেজিং সফর ও তারপরই রাশিয়ার প্রেসিডেন্টের ভারত সফর নিঃসন্দেহে আমেরিকার উপর চাপ তৈরি করবে। এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে রাশিয়া ও চিন দুই দেশের সঙ্গেই আমেরিকার সম্পর্ক খুব একটা স্বস্তিদায়ক নয়। বর্তমানে ভারতও যদি সেই শিবিরে যোগ দেয় তবে তা আমেরিকার চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে।

সম্প্রতি ভারতের পপর উপর্যুপুরি শুল্ক চাপিয়েছে আমেরিকা। সব মিলিয়ে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। যুদ্ধ থামাতে রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ তৈরি করতে আমেরিকা ভারত ও চিনকে রাশিয়ার তেল কেনা থেকে বিরত করতে চাইছিল। কিন্তু তা হয়নি। আর এতেই ক্ষিপ্ত ট্রাম্প ভারতের উপর শুল্ক ও জরিমানা চাপিয়ে দিয়েছেন। যদিও ভারত কড়া বার্তা দিয়ে জানিয়ে দিয়েছে, তাঁরা দেশের স্বার্থ সুরক্ষিত রাখতে যেটা প্রয়োজন সেটাই করবে। এই পরিস্থিতিতে ভারতে পাশে থাকার বার্তা দিয়েছে দীর্ঘ দিনের বিশ্বস্ত বন্ধু রাশিয়া। এবার খোদ রাশিয়ান প্রেসিডেন্টই ভারত সফরে আসতে চলেছেন। এর আগে ২০২১ সালে শেষ বার পুতিন ভারত সফরে এসেছিলেন। সেদিক দিয়ে দেখতে গেলে এই সফরের রাজনৈতিত তাৎপর্য অনেকটাই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *