আহমেদাবাদ: তাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেটে জল্পনার শেষ নেই। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে তাঁর মনের অন্দরে ঠিক কী চলছে, এখনও অজানা দুনিয়ার।
কিন্তু তিনি, ভারত অধিনায়ক রোহিত শর্মা আপাতত আইপিএলে মজে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামলেন। তার আগে মুম্বই ইন্ডিয়ান্সের সমাজমাধ্যমে তাঁর ক্রিকেটীয় ভাবনা নিয়ে মুখ খুলেছেন হিটম্যান। জাতীয় দলে তাঁর সতীর্থ বিরাট কোহলি থেকে শুরু করে বাকিদের আরও বেশি সম্মান প্রাপ্য, এমন কথা যেমন শোনা গিয়েছে ভারত অধিনায়কের মুখে। তেমনই তিনি জানিয়েছেন, ম্যাচের ফল যাই হোক না কেন, বাস্তবকে মেনে নিয়ে মুখের হাসি সবসময় বজায় রাখতে হবে।
দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন রোহিত। আইপিএলে প্রথম ম্যাচে তিনি রান পাননি। বাকি আইপিএলের আসরে তাঁর ব্যাট কেমন চলবে, সেদিকে নজর থাকবে দুনিয়ার। তিনি জুন মাসে ইংল্যান্ড সফরে যাবেন কিনা, তা নিয়েও চলবে জল্পনা। রোহিত অবশ্য বাকি দুনিয়ার ভাবনাকে পাত্তা না দিয়ে আজ বলেছেন, ‘খেলার ফল যাই হোক না কেন, দিনের শেষ মুখের হাসি বজায় রাখতে হবে। আমি সবসময় সবার মুখে হাসি দেখতে চেয়েছি। যে কথাটা বললাম, জানি বাস্তবে সবসময় সেটা করে দেখানো সহজ নয়। কারণ, জীবনের মতোই ক্রিকেট মাঠে চলার পথেও ওঠাপড়া থাকে।’ তাঁর জীবনেও ওঠাপড়ার অভাব নেই। শুরু করেছিলেন মিডলঅর্ডার ব্যাটার হিসেবে। এখন রোহিত ওপেনার। সাদা বলের ক্রিকেটে দুনিয়ার অন্যতম সেরা ব্যাটার। এহেন রোহিত আজ তাঁর সতীর্থদের আরও বেশি সম্মান প্রাপ্য বলেও মন্তব্য করেছেন। হিটম্যানের কথায়, ‘শেষ তিনটি আইসিসি প্রতিযোগিতায় দল হিসেবে আমরা কেমন পারফর্ম করেছি, পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যাবে। ২৪টির মধ্যে ২৩টি ম্যাচ জিতেছে ভারত। হার শুধু ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের ফাইনালে। এই দলের ক্রিকেটারদের আরও বেশি সম্মান প্রাপ্য। অতীতে কখনও এমন কীর্তির কথা শুনিনি আমি।’
রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়ার দুর্দান্ত সাফল্যের যাত্রাটা শুরু হয়েছিল ২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর থেকেই। অতীতের সেই প্রসঙ্গ তুলে ধরার পাশে মুম্বই ইন্ডিয়ান্সের শেষ মরশুমের ব্যর্থতা নিয়েও মুখ খুলেছেন হিটম্যান। ভারত অধিনায়কের কথায়, ‘২০২২ সালে টি২০ বিশ্বকাপের আসরে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিলাম আমরা। সেই ম্যাচ আমাদের জন্য ছিল চরম শিক্ষার। মাঝে অনেকটা সময় পেরিয়েছে। সেই ম্যাচ হারের শিক্ষা আমাদের কাজে লেগেছে। ঠিক এভাবেই আমরা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে তাকাতে চাই।’
শেষ আইপিএল মরশুমটা ভালো যায়নি মুম্বইয়ের। হার্দিক পান্ডিয়াকে দলের অধিনায়ক করা থেকে শুরু করে নানা বিতর্কে জেরবার হয়েছিল মুম্বই। এবার প্রতিযোগিতার শুরুতেই রোহিতের ভাবনা সামনে আসার পর মনে করা হচ্ছে, হিটম্যান হয়তো এবার মুম্বইকে ট্রফি দেওয়ার পরিকল্পনাটা করে ফেলেছেন।