Virat Kohli | সাজঘর থেকে ব্যাট ‘চুরি’ কোহলির!

Virat Kohli | সাজঘর থেকে ব্যাট ‘চুরি’ কোহলির!

শিক্ষা
Spread the love


বেঙ্গালুরু: ‘চুরি’ হয়ে গেল ব্যাট। হইহই পড়ল সাজঘরে। বিস্তর খোঁজার পর অবশেষে সতীর্থ টিম ডেভিডের কিট ব্যাগ থেকে পাওয়া গেল বিরাট কোহলির সেই ব্যাট। আর বিরাটের চুরি হওয়া ব্যাট নিয়ে শুরু হল ইয়ার্কির নয়া পর্ব।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গতকাল জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে ম্যাচ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সেই ম্যাচ অনায়াসে জিতে নেয় আরসিবি। জয়ের নায়ক ফিল সল্ট। বিরাটও অপরাজিত ছিলেন। রাজস্থান দখলের মাধ্যমে টানা চারটি অ্যাওয়ে ম্যাচ জিতে নিয়েছে আরসিবি। অথচ, ঘরের মাঠে এখনও জয় অধরা।

চিন্নাস্বামী স্টেডিয়ামে কবে কোহলি-সল্টরা জয়ে ফিরবেন, সমর্থকদের মধ্যে শুরু হয়েছে তার অপেক্ষা। রাজস্থান ম্যাচ জয়ের পর আরসিবি-র অন্যতম তারকা দেবদত্ত পাডিক্কাল বলেছেন, ‘ঘরের মাঠে জয়ে ফিরতে মুখিয়ে রয়েছি আমরাও। আমি নিশ্চিত, খুব দ্রুত সেই জয় আসতে চলেছে।’ ১৮ এপ্রিল ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে আরসিবি-র। হয়তো সেই ম্যাচ থেকেই জয়ে ফিরবেন কোহলিরা। কিন্তু তার আগে আরসিবি শিবিরের মূল আকর্ষণ কোহলির ব্যাট চুরি।

দিন কয়েক আগে আরসিবি-র সাজঘরে বিরাটের ব্যাগ থেকে সুগন্ধি চুরির ঘটনা ঘটেছিল। কোহলির সেই সুগন্ধি ব্যবহার করেছিলেন তাঁরই এক সতীর্থ। গতরাতে রাজস্থান ম্যাচ জয়ের পরও অনেকটা একই ঘটনা ঘটেছে। শুধু সুগন্ধির বদলে এবার বিরাটের ব্যাট চুরি গিয়েছিল। যা পরে তাঁর সতীর্থ ডেভিডের ব্যাগ থেকে পাওয়া যায়। এমন ঘটনা প্রসঙ্গে কোহলির সতীর্থ ডেভিড বলেছেন, ‘পুরো ঘটনাটাই মজা। আমরা দেখতে চেয়েছিলাম, বিরাট ওর ব্যাট খুঁজে না পেয়ে কী করে। শেষ পর্যন্ত ও বিষয়টা বুঝতে পারে। আমাদের সঙ্গে কোহলিও হো-হো করে হেসে ওঠে ব্যাট খুঁজে পেয়ে।’ ঘটনার শুরুটা অবশ্য তেমন ছিল না। রাজস্থান ম্যাচের লক্ষ্যে কোহলির কিট ব্যাগে ছিল মোট সাতটি ব্যাট। খেলার শেষে বিরাট যখন কিট ব্যাগে তাঁর ব্যাটগুলি গুছিয়ে রাখছিলেন, তখনই তিনি আবিষ্কার করেন, একটি ব্যাট কম রয়েছে। বিরাট নিজেই সাজঘরে ব্যাট খুঁজতে শুরু করেছিলেন। কিছুটা সময় খোঁজার পর তিনি সতীর্থ ডেভিডের ব্যাগে নিজের ব্যাট দেখতে পান। ততক্ষণে আরসিবি-র পুরো সাজঘরে কোহলির ব্যাট খোঁজা নিয়ে মশকরা চরমে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *