নয়াদিল্লি: বড্ড তাড়াতাড়ি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। আরও কয়েক বছর খেলা উচিত ছিল। বিরাটের যে সিদ্ধান্তে বঞ্চিত হল ক্রিকেটপ্রেমীরা। কোনও প্রাক্তন ক্রিকেটার নয়, এহেন বক্তব্য তালিবান সরকারের অন্যতম শীর্ষকর্তা আনিস হাক্কানির। মহিলাদের ক্রিকেট আফগানিস্তানের বন্ধ থাকলেও ক্রিকেট নিয়ে সেদেশের আবেগ অজানা নয়। আনিস হাক্কানির বিরাট-প্রেমে তারই প্রতিফলন।
এক পডকাস্ট শোয়ে হাক্কানি বলেছেন, ‘রোহিতের টেস্ট অবসর তাও মানা যায়। কিন্তু কী কারণে বিরাট কোহলির অবসর, আমার বোধগম্য নয়। বিরল চরিত্র, বিশ্ব ক্রিকেটের খুব কমই রয়েছে ওর মতো। আমি তো চাইব ও ৫০ বছর পর্যন্ত খেলুক। হয়তো ভারতীয় সংবাদমাধ্যমের পদক্ষেপে বিরক্ত ছিল বিরাট। তবে বাস্তব হল, টেস্ট ক্রিকেটে আরও অনেক কিছু দেওয়ার ছিল।’
বিরাট প্রসঙ্গে ক্রিস গেইলের মুখেও এক সুর। একই পডকাস্টে ক্যারিবিয়ান কিংবদন্তির মন্তব্য, ‘একশো ভাগ মিস করব বিরাটকে। খুব তাড়াতাড়ি টেস্টকে বিদায় জানিয়েছে। কারণ যাই হোক, ক্রিকেট মিস করবে। নিঃসন্দেহে বিরাট ক্রিকেট বিশ্বের অত্যন্ত বড় চরিত্র।’