Virat Kohli | ফাঁস হয়ে গেল কোহলির লন্ডনের বাড়ির ঠিকানা! কাকে ‘স্টারবয়’ বললেন ‘মায়েস্ত্রো’?

Virat Kohli | ফাঁস হয়ে গেল কোহলির লন্ডনের বাড়ির ঠিকানা! কাকে ‘স্টারবয়’ বললেন ‘মায়েস্ত্রো’?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি বর্তমানে লন্ডনের সেন্ট জনস উড এলাকায় সপরিবারে বসবাস করছেন! সম্প্রতি এক ক্রিকেটীয় আলোচনায় ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জোনাথন ট্রট এমনটাই ইঙ্গিত দিয়েছেন। গত মাসে লন্ডনে কোহলিকে বেশ কয়েকবার দেখা গেলেও তাঁর সঠিক ঠিকানা নিয়ে জল্পনা ছিল। এর আগে একটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছিল যে, কোহলি নটিং হিলে থাকছেন। তবে, সম্প্রতি একটি চ্যানেলে আলোচনা চলাকালীন কোহলিকে নিয়ে কথা বলতে গিয়ে সেন্ট জনস উড এলাকার নাম উল্লেখ করেন ট্রট। উত্তর-পশ্চিম লন্ডনের এই এলাকাটি সুপরিচিত অপুর্ব সুন্দর সব বাড়ির জন্য। ট্রট বলেন, “উনি কি সেন্ট জনস উড বা কাছাকাছি কোথাও থাকেন না? ওকে কি ফিরিয়ে আনার জন্য বোঝানো যায় না?”

অন্যদিকে, ইংল্যান্ড সফরের এক মাস আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া কোহলি সম্প্রতি তরুণ তারকা শুভমান গিলের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘গিল এই সবকিছুর যোগ্য।’ ২৫ বছর বয়সী শুভমান গিল ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের সিরিজে মাত্র চার ইনিংসেই ৫০০ রানের মাইলফলক অতিক্রম করেছেন।দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে তাঁর ১৬২ বলে ১৬১ রানের ইনিংসটি ১৩টি চার ও ৮টি ছক্কা দিয়ে সাজানো ছিল। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ২৬৯ রান। গিল সুনীল গাভাস্কারের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এক টেস্টে ডাবল সেঞ্চুরি এবং সেঞ্চুরি করার বিরল কীর্তি গড়েন। এই প্রসঙ্গে কোহলি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “দারুণ খেলেছ স্টার বয়। ইতিহাস গড়ছ। এখান থেকে আরও এগিয়ে যাও। তুমি এই সবকিছুর যোগ্য।”

দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে গিলের সংগ্রহে মোট ৪৩০ রান। ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিরুদ্ধে গ্রাহাম গুচের করা ৪৫৬ রানের (৩৩৩ ও ১২৩) পর এক টেস্টে একজন ব্যাটারের করা দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ এটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *