উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দিতে একত্রিত হয়েছেন সংসদ সদস্যরা। এই নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ এবং ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থী বিচারপতি বি সুদর্শন রেড্ডির মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা চলছে। সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম ভোটটি দেন।
প্রধানমন্ত্রীর পর পরই ভোট দেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি সহ অন্যান্য বিশিষ্ট নেতারাও ভোট দিয়েছেন। বিকেল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং এর এক ঘণ্টা পর থেকে ভোট গণনা শুরু হবে। আশা করা হচ্ছে, রাতের মধ্যেই দেশবাসী তাঁদের নতুন উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যানকে পেয়ে যাবে।
প্রসঙ্গত, এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগের কারণে। তিনি গত ২১ জুলাই স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেন। সংবিধানের ৬৭(এ) ধারা অনুযায়ী তাঁর পদত্যাগ অবিলম্বে কার্যকর হয়। এই শূন্যপদটি পূরণ করার জন্যই নতুন করে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজন হয়েছে, যা শাসক এনডিএ এবং বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের মধ্যে রাজনৈতিক শক্তির এক বড় পরীক্ষাও বটে।
ভোটের সংখ্যাধিক্যের দিক থেকে এনডিএ জোটের সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। যদিও ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থীও সাংসদদের সমর্থন আকর্ষণ করার চেষ্টা করছেন। কিন্তু কাগজে-কলমে এনডিএ-র প্রার্থীর জয় একপ্রকার নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।