উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরাখণ্ড (Uttarakhand Cloudburst)। ফের চামোলি (Chamoli) জেলায় মেঘভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। ভেসে গিয়েছে বাড়িঘর। নিখোঁজ রয়েছেন অন্তত ১০ জন (Lacking)। পলি ও জলস্রোতের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কমপক্ষে ৬টি বাড়ি।
জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত চলছিল। তবে বুধবার গভীর রাতে চামোলি জেলার নন্দনগরে মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যয় নেমে আসে। খবর পেয়ে রাতেই উদ্ধারকাজ শুরু হয়। এখনও পর্যন্ত দু’জনকে উদ্ধার করা হয়েছে। একটি মেডিকেল টিম ও তিনটি অ্যাম্বুল্যান্সকে ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে বারবার উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। স্থানীয়দের মতে, এখনও বেশ কয়েকজন ঘরবাড়িতে আটকা পড়ে রয়েছেন।
উল্লেখ্য, মাত্র চারদিন আগেই দেরাদুনে মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যু হয়েছিল ১৩ জনের। রাস্তাঘাট ভেসে গিয়েছিল এবং ঘরবাড়ি-দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমনকি দু’টি বড় সেতু ভেঙে পড়ায় শহরটির আশেপাশের এলাকার সঙ্গে সংযোগকারী একাধিক পথ বিচ্ছিন্ন হয়েছিল। উত্তরাখণ্ড সরকার আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত অতিভারী বৃষ্টি, ভূমিধসের লাল সতর্কতা জারি করেছে দেরাদুন, চম্পাবত এবং উধম সিং নগরে। এখনও পর্যন্ত রাজ্যজুড়ে ১৫ জন নিখোঁজ রয়েছেন। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, প্রয়োজনীয় পরিষেবাগুলি দ্রুত পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।