উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজস্থান থেকে আগত চার বিএড (B.Ed) পরীক্ষার্থী উত্তরাখণ্ডের মুন্সিয়ারিতে তাঁদের পরীক্ষার কেন্দ্রে পৌঁছনোর জন্য ভাড়া করলেন একটি হেলিকপ্টার। প্রবল বৃষ্টিতে ভূমিধসের ফলে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন তাঁরা।
রাজস্থানের বালর্তা শহরের বাসিন্দা এই চার ছাত্র উত্তরাখণ্ড ওপেন ইউনিভার্সিটির শিক্ষার্থী। তাঁদের পরীক্ষা ছিল মুন্সিয়ারির আর.এস. টোলিয়া পিজি কলেজে। শিক্ষার্থীদের মধ্যে একজন, ওমারাম জাট জানান, “৩১ অগাস্ট আমরা যখন হলদ্বানি পৌঁছাই, জানতে পারি যে, ভূমিধসের কারণে মুন্সিয়ারি যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ।” তিনি আরও বলেন, “আমরা ভেবেছিলাম পরীক্ষা দিতে পারব না এবং আমাদের একটি বছর নষ্ট হবে।” এরপর তাঁরা জানতে পারেন যে, একটি সংস্থা হলদ্বানি এবং মুন্সিয়ারির মধ্যে হেলিকপ্টার পরিষেবা দেয়। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য পরিষেবাটি সাময়িকভাবে বন্ধ ছিল।
এই বিষয়ে ওমারাম বলেন, “আমরা হেরিটেজ এভিয়েশনের সিইও-র সঙ্গে কথা বলি এবং তাঁকে হলদ্বানি থেকে মুন্সিয়ারি পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করি। আমরা তাঁকে বলি যে, পরীক্ষা দিতে না পারলে আমাদের একটি বছর নষ্ট হবে।” এরপরই ওই সংস্থার সিইও দুইজন পাইলট এবং একটি হেলিকপ্টার পাঠান, যারা নিরাপদে তাঁদের মুন্সিয়ারি পৌঁছে দেন এবং পরীক্ষা শেষে আবার হলদ্বানি ফিরিয়ে আনেন। ওমারাম ছাড়াও, অন্য তিন ছাত্রের নাম, মঙ্গারাম জাট, প্রকাশ গোদারা জাট এবং নরপত কুমার। প্রসঙ্গত, ঘটনা প্রসঙ্গে উত্তরাখণ্ড ওপেন ইউনিভার্সিটির বিএড পরীক্ষার দায়িত্বে থাকা সোমেশ কুমার জানিয়েছেন যে, পরীক্ষার্থীরা নিজেরাই তাঁদের পরীক্ষার কেন্দ্রটি নির্বাচন করেছিলেন।