উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চৈত্র নবরাত্রি (Chaitra Navratri) এবং রামনবমীতে মাংস বিক্রি নিয়ে কড়া নির্দেশিকা জারি করল উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh)। রবিবার থেকে শুরু হওয়া নবরাত্রির দিনগুলিতে উত্তরপ্রদেশে কোনও ধর্মস্থানের আশেপাশে মাংস বিক্রি করা যাবে না। পাশাপাশি রামনবমীতে (Ram Navami) গোটা উত্তরপ্রদেশজুড়েই মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে (Meat Sale Ban)।
শনিবার এনিয়ে এক নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, নবরাত্রি চলাকালীন উত্তরপ্রদেশে সমস্ত ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে কোনও মাংসের দোকান খোলা থাকবে না। এমনকি এই অঞ্চলের বাইরে শুধুমাত্র বিশেষ লাইসেন্সপ্রাপ্ত দোকানগুলিতেই মাংস বিক্রি করা যাবে। তবে তা কেউ প্রকাশ্যে বিক্রি করতে পারবেন না। সেই সঙ্গে আগামী ৬ এপ্রিল রামনবমীতে সম্পূর্ণ উত্তরপ্রদেশেই সমস্ত মাংসের দোকান বন্ধ থাকবে।
উত্তরপ্রদেশের নগর উন্নয়ন বিভাগের মুখ্যসচিব অমৃত অভিজাত সমস্ত জেলার ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার এবং পৌর কমিশনারদের অবিলম্বে অবৈধ কসাইখানা বন্ধের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে ধর্মীয় স্থানের আশেপাশে মাংস বিক্রি নিয়ে যে নিষেধাজ্ঞা জারি হয়েছে, তা কার্যকর করার নির্দেশ দিয়েছেন। এই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য জেলাস্তরের বিশেষ কমিটি গঠন করা হবে। পুলিশ, স্বাস্থ্য, পরিবহন এবং খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকরা আগামী কয়েকদিন নজরদারি চালাবেন। এই নির্দেশ অমান্য করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে যোগী সরকারের তরফে। মূলত জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করতে এবং ধর্মীয় স্থানগুলির পবিত্রতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উত্তরপ্রদেশ সরকারের এই পদক্ষেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।