লখনউ : এক গায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক তরুণী। যদিও তার আগেই তাঁকে ধরে ফেলেন পুলিশকর্মীরা। এড়ানো যায় বড় দুর্ঘটনা।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই তরুণী নয়ডার বাসিন্দা। তাঁর অভিযোগ, প্রায় দুই মাস আগে হরিয়ানার গায়ক উত্তর কুমার তাঁকে ধর্ষণ করেছেন। পুলিশে অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি। এমন পরিস্থিতিতে শুক্রবার ওই তরুণী লখনউয়ে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের কাছে আত্মহত্যার চেষ্টা করেন। বাসভবনের বাইরে মোতায়েন পুলিশ কর্মীরা তাঁকে ধরে ফেলেন। পরে তরুণীকে গৌতমপল্লি থানার হাতে তুলে দেওয়া হয়। সেখান থেকে বিষয়টি গাজিয়াবাদের পুলিশকে জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর কুমারের বিরুদ্ধে ২৪ জুন গাজিয়াবাদের শালিমার গার্ডেন থানায় যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন ওই তরুণী। নির্যাতিতা জানিয়েছেন, তদন্তে দেরির কারণে তিনি হতাশ। সেকারণে লখনউয়ে যোগীর বাসভবনের সামনে যান এবং প্রতিবাদ হিসেবে আত্মহত্যার চেষ্টা করেন।