ইসলামপুর: এক মহিলাকে নিয়ে হোটেলে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল বিধায়কের দেহরক্ষীর। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur Information) ইসলামপুরের (Islampur) তিস্তামোড় সংলগ্ন একটি হোটেলে। ঘটনায় পুলিশ ওই মহিলাকে আটক করেছে। মৃত ওই দেহরক্ষীর নাম মহম্মদ সুলতান হোসেন (৫১)। বাড়ি মালদা (Malda) জেলার সুলতানগছ এলাকায়। পুলিশের কনস্টেবল পদে তিনি চোপড়ার তৃণমূল (TMC) বিধায়ক হামিদুল রহমানের (Hamidul Rahman) দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন।
জানা গিয়েছে, এদিন ওই পুলিশকর্মী এক মহিলাকে নিয়ে ওই হোটেলে গিয়েছিলেন। সেই হোটেলে তাঁরা একটি রুম ভাড়া করেন। সেই রুমে হঠাৎ ওই পুলিশকর্মী অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা মহিলা হোটেলের কর্মীদের ডেকে ওই রুমে নিয়ে যান। সেখান থেকে তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় সঙ্গে থাকা ওই মহিলাকে আটক করে ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয়। হোটেলের সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে ঘনাচ্ছে রহস্য। হোটেল মালিককেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ (Police)।