US-Pakistan | সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের সাফল্যের প্রশংসা! কী বলল আমেরিকা?

US-Pakistan | সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের সাফল্যের প্রশংসা! কী বলল আমেরিকা?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের সাফল্যের ভূয়সী প্রশংসা করল ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার ইসলামাবাদে আমেরিকা এবং পাকিস্তানের (US-Pakistan) মধ্যে সন্ত্রাসবিরোধী কার্যকলাপ নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার পর যৌথ বিবৃতিতে উঠে আসে সন্ত্রাস দমনে পাকিস্তানের ভূমিকার প্রসঙ্গ। বলা হয়েছে, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান লড়াই চালিয়ে যাচ্ছে। আঞ্চলিক, বিশ্ব শান্তি এবং নিরাপত্তার জন্য সন্ত্রাসবাদী কার্যকলাপ দমনে পাকিস্তান যথেষ্ট সফল।’ পাশাপাশি যৌথ বিবৃতিতে পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় সাধারণ মানুষ এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হতাহতের জন্য আমেরিকা সমবেদনা প্রকাশ করেছে।

প্রসঙ্গত, পহেলগাঁও কাণ্ডের (Pahalgam Terror Assault) পর থেকে ভারত-পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। জঙ্গি হামলার জবাবে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয় জঙ্গিঘাঁটি উড়িয়ে দেওয়ার কথাও বলা হয়েছে। ভারত প্রথম থেকেই দাবি করেছে, পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদীরা ঘাঁটি গেড়েছে। আর তাদের মদত দিচ্ছে পাকিস্তান। যদিও পাকিস্তান প্রথম থেকেই সেই দাবি নস্যাৎ করে আসছে। এদিকে বাণিজ্যচুক্তি এবং শুল্ক নিয়ে ভারতের সঙ্গে আমেরিকার চাপানউতর অব্যাহত। এই পরিস্থিতিতে আমেরিকায় দাঁড়িয়ে ভারতকে নিশানা করে একের পর এক হুমকির কথা উঠে আসে পাক সেনাপ্রধান আসিম মুনিরের কথায়। এসবের মাঝেই এবার সন্ত্রাস নিয়ে আমেরিকা এবং পাকিস্তানের যৌথ বিবৃতি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *