US inventory market crashes | ট্রাম্পের মন্তব্যের পরই ধস ওয়াল স্ট্রিটে, পড়ল সেনসেক্সও

US inventory market crashes | ট্রাম্পের মন্তব্যের পরই ধস ওয়াল স্ট্রিটে, পড়ল সেনসেক্সও

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আমেরিকার শেয়ার বাজারে বিরাট ধস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধোঁয়াশা ঘেরা মন্তব্যের পরই ওয়াল স্ট্রিটে ধস নেমেছে। মঙ্গলবার যার প্রভাব পড়েছে ভারতে শেয়ার বাজারেও। এদিন সকালে বাজার খোলার পর সেনসেক্স প্রায় ৪০০ পয়েন্ট পড়ে যায়।

কানাডা, মেক্সিকো, চিনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক চাপানোর ঘোষণা করেছেন ট্রাম্প।তাঁর নতুন শুল্কনীতি নিয়ে প্রশ্নের জবাবে রবিবার ট্রাম্প বলেন, ‘একটি পরিবর্তনের সময়ের মধ্য দিয়ে চলেছি আমরা। যা করছি, তা খুবই বড়। আমরা আমেরিকার সম্পদ পুনরুদ্ধার করছি।’ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেওয়া তাঁর ওই সাক্ষাৎকারকে কেন্দ্র করে অনিশ্চয়তার মেঘ জমতে শুরু করেছে।

মন্দার আশঙ্কা করছেন মার্কিন লগ্নিকারীরা। এর প্রভাব পড়েছে ওয়াল স্ট্রিটে। ২০২২ সালের পর সোমবার সবচেয়ে নীচে নেমেছে ন্যাসড্যাক-এর সূচক। ‘এস অ্যান্ড পি ৫০০’-র সূচকেও পতন হয়েছে। টেসলা, মেটা, অ্যামাজন সহ বিভিন্ন নামী সংস্থার শেয়ারদর কমেছে। জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং ইউরোপের শেয়ার বাজারেও ধস নেমেছে ট্রাম্পের মন্তব্যের পর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *