উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার গাজায় আটক পণবন্দিদের মুক্তি নিয়ে সরাসরি আলোচনায় বসল আমেরিকা ও হামাস (US-Hamas)। এরপরই হামাসকে চূড়ান্ত হুঁশিয়ারি (Final warning) দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। দ্রুত পণবন্দিদের (Hostages) মুক্তি না দিলে হামাস গোষ্ঠীকে প্রাণে মারার হুমকি দিয়েছেন তিনি।
১৯৯৭ সালে হামাসকে জঙ্গিগোষ্ঠী হিসেবে ঘোষণা করে মার্কিন প্রশাসন। এখনও পর্যন্ত বারবারই হামাসের সঙ্গে সরাসরি আলোচনা এড়িয়ে গিয়েছে আমেরিকা। তবে সূত্রের খবর, পণবন্দি বিষয়ক মার্কিন দূত অ্যাডাম বোয়েলার বিগত কয়েক সপ্তাহ ধরে দোহায় এই বিষয়ে হামাস নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছে। মার্কিন নাগরিক সহ হামাসের ডেরায় থাকা সকল পণবন্দিদের মুক্তির ব্যাপারে এবং কীভাবে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির সিদ্ধান্তে আসা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।
এরপরই সোশ্যাল মিডিয়ায় হামাসকে উদ্দেশ্য করে ট্রাম্প লেখেন, ‘পরে নয়, অবিলম্বে সকল পণবন্দিদের মুক্তি দিতে হবে। এমনকি যাদের খুন করা হয়েছে তাঁদের মৃতদেহও ফেরাতে হবে, নাহলে ভয়ংকর পরিণতি অপেক্ষা করছে হামাসের জন্য। ইজরায়েলকে কাজ শেষ করার জন্য সমস্ত সাহায্য পাঠানো হচ্ছে। আমার কথা না মানলে হামাসের একজন সদস্যও নিরাপদ থাকবে না।’ মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘এটাই হামাসের জন্য চূড়ান্ত হুঁশিয়ারি। এখনও গাজা ছেড়ে যাওয়ার সুযোগ রয়েছে। গাজার জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। কিন্তু যদি পণবন্দিদের আটকে রাখা হয়, তবে সকলকে মরতে হবে।’
প্রসঙ্গত, সম্প্রতি কার্যকর হওয়া যুদ্ধবিরতির চুক্তির মাধ্যমে দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইজরায়েল ও হামাসের যুদ্ধের অবসান হয়েছিল। বর্তমানে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ বাড়ানো বা দ্বিতীয় ধাপে এগিয়ে যাওয়া নিয়ে আলোচনা চলছে দুই পক্ষের মধ্যে। যদিও এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবার এর মধ্যেই ট্রাম্পের হুমকির মুখে পড়ল হামাস।