উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকায় (US) ফের বন্দুকবাজের হামলা। শিকাগো (Chicago)-তে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। জখম ৪৭ জন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে শিকাগোর দক্ষিণ অ্যালবার্ট রোডে প্রথম গুলি চলার খবরটি প্রকাশ্যে আসে। মৃত্যু হয় এক যুবকের। এরপর থেকে সোমবার পর্যন্ত শিকাগোর বিভিন্ন জায়গায় একাধিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুষ্কৃতী কোনও নির্দিষ্ট একজন, না এর নেপথ্যে আরও কেউ আছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।
আমেরিকায় বন্দুক হামলার ঘটনা এই প্রথম নয়। এর আগেও দুষ্কৃতীদের গুলিতে একাধিকবার রক্তাক্ত হয়েছে মার্কিন মুলুক। ওয়াশিংটনের পর শিকাগোতেও ন্যাশনাল গার্ড মোতায়েনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।