UN | ‘অদ্ভুত নাটক করছেন…’, রাষ্ট্রপুঞ্জে পাক প্রধানমন্ত্রীর মন্তব্যের কড়া জবাব দিল ভারত

UN | ‘অদ্ভুত নাটক করছেন…’, রাষ্ট্রপুঞ্জে পাক প্রধানমন্ত্রীর মন্তব্যের কড়া জবাব দিল ভারত

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপুঞ্জের (UN) ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shehbaz Sharif) মন্তব্যের কড়া জবাব দিল ভারত। শনিবার ভারতীয় কূটনীতিক তথা রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি পেটাল গেহলট শরিফের মন্তব্যকে ‘অদ্ভুত নাটক’ বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে সন্ত্রাসবাদ এবং পহেলগাঁওয়ের ঘটনার (Pahalgam Terror Assault) পর পাকিস্তানের অবস্থান নিয়েও খোঁচা দিয়েছেন তিনি। এমনকি, মনে করিয়ে দিয়েছেন ওসামা বিন লাদেনের কথাও।

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় এর আগে ভাষণ দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী। সেখানে কাশ্মীর প্রসঙ্গ এবং সিন্ধু জলচুক্তি স্থগিত করা নিয়ে ভারতের তীব্র সমালোচনা করেন তিনি। তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপুঞ্জের প্রধানের দৃষ্টি আকর্ষণ করে ভারতের প্রতিনিধি বলেন, ‘এই সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী কিছু অদ্ভুত নাটক করেছেন। আরও একবার তিনি সন্ত্রাসবাদকে মহান করে দেখানোর চেষ্টা করেছেন, যা দেশটির বিদেশনীতির অন্যতম অঙ্গ। তবে কোনও নাটক বা কোনও মিথ্যাভাষণ সত্যকে ঢেকে রাখতে পারবে না।’ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে সে সময়ে পাকিস্তানের অবস্থান মনে করিয়ে দিয়েছেন ভারতের প্রতিনিধি। বলেছেন, ‘এটাই সেই পাকিস্তান, যারা পহেলগাঁওয়ের ঘটনার পর গত ২৫ এপ্রিল রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে পর্যটকদের উপর বর্বর গণহত্যা চালানোর দায় থেকে পাকিস্তান স্পন্সরড জঙ্গি সংগঠনকে রক্ষা করেছিল। এই দেশের সন্ত্রাসবাদকে মদত দেওয়ার ইতিহাস অনেক পুরোনো। বছরের পর বছর ধরে এই দেশেই আশ্রয় দেওয়া হয়েছিল ওসামা বিন লাদেনকে, সে কথা ভুলে গেলে চলবে না।’

এর আগে রাষ্ট্রপুঞ্জে ভাষণের সময় শাহবাজ কাশ্মীর প্রসঙ্গ টেনে বলেছিলেন, ‘কাশ্মীরের জনগণকে আমি এই বলে আশ্বস্ত করতে চাই যে, আমরা তাঁদের পাশে আছি। পাকিস্তান তাঁদের পাশে আছে। কাশ্মীরে ভারতের অত্যাচার এক দিন বন্ধ হবেই।’ সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়েও ভারতকে কাঠগড়ায় তোলার চেষ্টা করেন পাক প্রধানমন্ত্রী। দাবি করেন, ওই চুক্তি স্থগিত করে ভারত আন্তর্জাতিক আইন ভেঙেছে। শনিবার সেই সমস্ত মন্তব্যের জবাব দিয়েছে ভারত।

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৮০তম সম্মেলন চলছে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। বিশ্বের বিভিন্ন প্রান্তের রাষ্ট্রনেতারা সেখানে নিজেদের অবস্থান তুলে ধরছেন। ভারতের তরফে এবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে গিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *