Ukraine-Russia | ইউক্রেনের হামলার পালটা, ৪০০ ড্রোন, ৪০ মিসাইল ছুড়ল রাশিয়া! মৃত ৬, আহত অন্তত ৮০

Ukraine-Russia | ইউক্রেনের হামলার পালটা, ৪০০ ড্রোন, ৪০ মিসাইল ছুড়ল রাশিয়া! মৃত ৬, আহত অন্তত ৮০

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইউক্রেনের ড্রোন হামলার পালটা আক্রমণ করল রাশিয়া (Ukraine-Russia)। শুক্রবার রাতভর ইউক্রেনের (Ukraine) একাধিক শহরে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে মস্কো। অন্তত ৪০০ ড্রোন এবং ৪০ মিসাইলের মাধ্যমে ইউক্রেনের ৯ এলাকায় রাশিয়া (Russia) হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৮০ জন।

গতকাল রাতভর ইউক্রেনের বিভিন্ন প্রান্তে রাশিয়ার ড্রোন এবং মিসাইল অতর্কিতে আঘাত হানে। এর জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে ইউক্রেনের স্টেট এমার্জেন্সি সার্ভিস। হামলায় কিভে তিনজন দমকলকর্মী, লুৎস্কে দুই নাগরিক এবং চেরনিহিভে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। রাশিয়ার এই হামলাকে গত তিন বছর ধরে চলা সংঘর্ষের মধ্যে সবথেকে বড় হামলা বলে উল্লেখ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)।

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই রাশিয়াতেও শতাধিক ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছিল ইউক্রেন। তাতে রাশিয়ার একাধিক যুদ্ধঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়া ও ক্রিমিয়ার সংযোগকারী ব্রিজেও বিস্ফোরণ ঘটনানো হয়। পালটা জবাব দেওয়ার কথা আগেই জানিয়েছিল রাশিয়া। তবে মোট ৪৫২টি হামলার মধ্যে ৪০৬টি হামলা রুখে দেওয়ার দাবি করেছে ইউক্রেন এয়ারফোর্স।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *