গৌতম দাস, তুফানগঞ্জ: শুরু হয়েছে গরমের ছুটি। বন্ধ স্কুল। ভুট্টা তোলার পালাও শুরু হয়েছে। আর এই সময়ে গ্রামীণ এলাকার পরিবারের পড়ুয়ারা ভুট্টা তুলতে জমিতে চলে যায়। শুক্রবার দুপুরে বাড়ির পাশে জমিতে ভুট্টা তুলতে গিয়েছিল ধলপল হাইস্কুলের নবম শ্রেণীর দুই ছাত্র আর্শাদ আলি শেখ (১৬) ও রফিক মিয়াঁ (১৬)। হঠাৎ বাজ পড়ে মৃত্যু হলো ওই দুই কিশোরের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ (Tufanganj) ১ ব্লকের ধলপল ১ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ধলপল নদীভাঙতি এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, আর্শাদ ও রফিক সম্পর্কে মাসতুতো ভাই। দু’জনেই ধলপল হাই স্কুলের নবম শ্রেণীর পড়ুয়া। মৃতের মামা বলেন, ‘মাঠে পাঁচজন মিলে ভুট্টা তোলার কাজ করছিল। সেই সময় ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ। শুরু হয় ঝোড়ো হাওয়া, সঙ্গে হালকা বৃষ্টি। এর মধ্যেই আচমকা বাজ (Lightning) পড়লে মাঠের মধ্যেই লুটিয়ে পড়েন দু’জন। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে তুফানগঞ্জ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।’
ধলপল হাইস্কুলের প্রধান শিক্ষক সাজমল হক বলেন, ‘এভাবে দুটো প্রাণ চলে যাবে ভাবতে পারছি না। পরিবারের প্রতি সমবেদনা রইল। মানুষকে আরও সচেতন হতে হবে। বৃষ্টির সময় বা বিদ্যুত চমকানোর সময় ফাঁকা মাঠে মোটেও যাওয়া উচিত নয়। স্কুলগুলিকেও এই বিষয়ে সচেতনতা আরও বাড়াতে হবে।’ ধলপল ১ গ্রাম পঞ্চায়েত প্রধান সবিতা সরকার বলেন, ‘দুটো তরতাজা প্রাণ এভাবে চলে গেল নিতে পারছি না। আমরা শোকস্তব্ধ পরিবারের পাশে রয়েছি।’ এ ব্যাপারে তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক কান্নিধারা মনোজ কুমার বলেন, ‘দেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে।’