TRUMP | পারিবারিক ব্যবসার জন্য পাকিস্তানের সঙ্গে সখ্যতা ট্রাম্পের! মন্তব্য আমেরিকার প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টার

TRUMP | পারিবারিক ব্যবসার জন্য পাকিস্তানের সঙ্গে সখ্যতা ট্রাম্পের! মন্তব্য আমেরিকার প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টার

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ট্রাম্প (TRUMP) তাঁর ব্যক্তিগত স্বার্থে ভারতের (INDIA) সঙ্গে সম্পর্ক খারাপ করছেন। এমন অভিযোগ তুলে এবার সরব হলেন আমেরিকার প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান (Jack Sullivan)। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে ছিলেন জ্যাক সুলিভান।

সুলিভান বলেন, পাকিস্তানে ট্রাম্পের পরিবারের ক্রিপ্টো কারেন্সির (Cryptocurrency) ব্যবসায় ৬০ শতাংশ শেয়ার রয়েছে। মূলত এই কারণেই পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়িয়েছে ট্রাম্প। এতে আমেরিকার কয়েক দশকের প্রচেষ্টায় জল ঢেলে দিয়েছেন ট্রাম্প। সব মিলিয়ে ট্রাম্পের ভারত বিরোধীতায় ক্ষোভ দেখা যাচ্ছে আমেরিকাতেই।

সুলিভান আমেরিকার বিদেশ নীতির সমালোচনা করে বললেন, কয়েক দশকের লাগাতার চেষ্টায় ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বেড়েছে আমেরিকার। চিনের মোকাবিলা করতে আমেরিকার ভারতকে প্রয়োজন। কিন্তু ট্রাম্পের খামখেয়ালিপনায় দেশের স্বার্থ বিঘ্নিত হচ্ছে। পাকিস্তানের সঙ্গে ট্রাম্প পরিবারের ব্যবসার উন্নতির জন্য ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে বলি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সুলিভানের আরও সংযোজন, ‘ভারতের সঙ্গে বর্তমানে যা হচ্ছে গোটা বিশ্ব তা দেখছে। জার্মানি, জাপান, কানাডার মত দেশগুলি ভবিষ্যতে ভাববে আমরাও যে কোনও দিন ভারতের জায়গায় থাকতে পারি। এভাবে বিশ্বে আমেরিকার বিশ্বাসযোগ্যতা নষ্ট হতে পারে। আমাদের মিত্র রাষ্ট্রগুলি এরপরে আর মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ভরসা রাখার সাহস পাবে না। এটি আমেরিকার জন্য দীর্ঘ মেয়াদি খারাপ সময় ডেকে আনবে।

একইসুরে ট্রাম্পকে বিঁধেছেন আর এক প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন (John Bolton)। তিনি বলেন, ট্রাম্পের শুল্ক নীতি ভারত-মার্কিন ভবিষ্যতের সম্পর্কের জন্য একটি অস্থির পরিবেশ তৈরি করছে। আমেরিকা গত কয়েক দশক ধরে যে ভারতকে রাশিয়া থেকে দূরে রাখার যে চেষ্টা চালাচ্ছিল তাতে জল ঢেলে দিয়েছেন ট্রাম্প। এজন্য ভারত এখন রাশিয়া ও চিনের দিকে ঝুঁকছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *