উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘ভোট চুরি’র প্রতিবাদে বিরোধী সাংসদদের নির্বাচন কমিশন অভিযানে যোগ দিয়ে অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল সাংসদ (Tmc MP) মহুয়া মৈত্র। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ সংসদের মকরদ্বার থেকে অভিযান শুরু করেন বিরোধীরা। বিভিন্ন বিরোধী দলের প্রায় ২০০ সাংসদ হাতে প্ল্যাকার্ড নিয়ে যোগ দেন অভিযানে। কিন্তু নির্বাচন কমিশনের দপ্তর থেকে ৬০০ মিটার দূরত্বেই তাদের আটকে দেয় দিল্লি পুলিশ।
দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছিল, এই অভিযানের কোনও অনুমতি নেই। কিন্তু নির্বাচন কমিশন কংগ্রেসের জয়রাম রমেশকে চিঠি দিয়ে জানিয়ে দেয় ৩০ জন প্রতিনিধি নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা করা যেতেই পারে। কিন্তু বিরোধীরা ২০০ জন সাংসদকে নিয়ে অভিযানেই অনড় থাকে। ফলে দিল্লি পুলিশ তাদের ব্যারিকেড করে আটকাতে গেলে চড়ে বসে সাংসদরা। দেখা যায়, শাড়ি পরেই ব্যারিকেড টপকাচ্ছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ব্যারিকেড টপকান সপা নেতা অখিলেশ যাদবও।
তবে বেশিক্ষণ নয়। ক্ষণিকের মধ্যেই তাদের টেনেহিঁচড়ে পুলিশ-বাসে তোলে দিল্লি পুলিশ। কিন্তু এরই মাঝে টানাপোড়েনে অসুস্থ হয়ে পড়েন মহুয়া মৈত্র। মাথা ঘুরিয়ে রাস্তায় পড়ে যান তিনি। অসুস্থ বোধ করতে থাকেন আরও এক তৃণমূল সাংসদ মিতালী বাগও। সাংসদদের অসুস্থতার খবর পেয়ে সুশ্রুষার জন্য হাত বাড়িয়ে দেন রাহুল গান্ধি। এরই মধ্যে তৃণমূলের আরও এক সাংসদ সাগরিকা ঘোষ দাবি করেন. দিল্লি পুলিশ মহিলা সাংসদদের শাড়ি ধরে টেনেছে। তাঁর শাড়ি ছিঁড়ে গিয়েছে।