TMC | দার্জিলিং সমতলের সভাপতি পদ থেকে সরছেন পাপিয়া ঘোষ? নাম ঘোষণা করল না তৃণমূল 

TMC | দার্জিলিং সমতলের সভাপতি পদ থেকে সরছেন পাপিয়া ঘোষ? নাম ঘোষণা করল না তৃণমূল 

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: রাজ্যজুড়ে জেলা পদাধিকারী পদে রদবদল করেছে তৃণমূল (TMC)। অনেক জেলায় আগে থেকে যাঁরা চেয়ারম্যান ও জেলা সভাপতি পদে আছেন তাঁদেরকেই রেখে দেওয়া হয়েছে, আবার কোথাও বদল করা হয়েছে। কিন্তু দার্জিলিং সমতল জেলা সভাপতি পদে কে থাকবেন তা জানায়নি তৃণমূল। এই পদে এতদিন ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের মেয়ে পাপিয়া ঘোষ (Papiya Ghosh)। নতুন তালিকায় তাঁর নাম নেই।

দার্জিলিংকে সাংগঠনিকভাবে দুই ভাবে ভাগ করে তৃণমূল। দার্জিলিং হিল ও দার্জিলিং সমতল। দার্জিলিং হিলের চেয়ারম্যান পদে মিরিক পুরসভার চেয়ারম্যান লালবাহাদুর রাইয়ের নাম রয়েছে। জেলার সভাপতি পদে আছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তা ছেত্রী। দার্জিলিং সমতলের ক্ষেত্রে চেয়ারম্যান পদেও বদল আনা হয়েছে। সেখানে অলোক চক্রবর্তীর জায়গায় সঞ্জয় টিবরেওয়ালের নাম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ফাঁকা রাখা হয়েছে সভাপতির নাম। এতেই প্রশ্ন উঠেছে তাহলে কি পাপিয়া ঘোষকে সভাপতি পদ থেকে ছেঁটে ফেলতে চলেছে তৃণমূল? দলের কোনও ছোট বড় নেতাই এনিয়ে এখনও মুখ খোলেননি। তবে যেটুকু জানা যাচ্ছে, তাতে মনে করা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পাপিয়ার অতিরিক্ত কলকাতা নির্ভরতাই তাঁর বিরুদ্ধে যেতে পারে। অনেক নেতা দলের পক্ষে অস্বস্তিদায়ক কিছু করলেও তাদের নিয়ন্ত্রণ করতে পারছিলেন না তিনি। সবকিছুই কলকাতার উপর চাপিয়ে দিচ্ছিলেন। যা নিয়ে দলের শীর্ষনেতৃত্ব খুব একটা খুশি ছিলেন না। তবে দলের একটা অংশ অবশ্য বলছেন, ‘না আঁচালে বিশ্বাস নেই’। শেষ মুহুর্তে কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন পাপিয়া ঘোষের অনুগামীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *