মালদা: পহেলগাঁওকাণ্ডে জঙ্গি নয়, কাঠগড়ায় কেন্দ্র সরকারকেই তুলছেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। রবিবার এক অনুষ্ঠানে সাবিত্রীর দাবি, ‘জঙ্গিরা পর্যটকদের সম্মান করে, তাঁদের মারে না। ঘটনার সময় ওখানে কোনও সেনা ছিল না। এটা সম্পূর্ণ চক্রান্ত। মানুষ মরছে, সেনা মরছে। আর বিজেপি চক্রান্ত করছে।’ সেইসঙ্গে পুলওয়ামা নিয়ে কেন কোনও তদন্ত করা হচ্ছে না, সে বিষয়ে প্রশ্ন তুললেন বিধায়ক। তাঁর অভিযোগ, লাশের ওপর রাজনীতি করছে বিজেপি।
উল্লেখ্য, গত ২২ মে কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হামলায় মৃত্যু হয় ২৬ জন পর্যটকের। যা নিয়ে তোলপাড় হয় সারা দেশ। এর পেছনে পাকিস্তানের জঙ্গিদের হাত রয়েছে বলে জানায় কেন্দ্র। পালটা প্রত্যাঘাত করে ভারত। অপারেশন সিঁদুর শুরু করে পাকিস্তানে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। পাকিস্তান পালটা হামলা চালালে ২ দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। গত ১০ জুন দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়। তারপর থেকে আপাতত স্থিতাবস্থা বজায় রয়েছে।
দলগতভাবে তৃণমূল পহেলগাঁওকাণ্ডের তীব্র নিন্দা করেছে। এনিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। দলের সাংসদ তথা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দলের হয়ে পৃথিবীর নানা দেশে ভারতের অবস্থান তুলে ধরেছেন। কিন্তু তারপরও দলের মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র কেন এই ধরনের মন্তব্য করলেন তা নিয়ে জল্পনা ছড়িয়েছে।