TMC | কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

TMC | কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের তরফে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে আলিফা আহমেদকে। তিনি প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়ে। ৩৮ বছরের আলিফা এর আগে কালীগঞ্জ থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। নাসিরউদ্দিনের উপনির্বাচনে এবার তাঁকে প্রার্থী করল ঘাসফুল শিবির।

মঙ্গলবার সকালে তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে জয়প্রকাশ মজুমদার জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রয়াত বিধায়কের কন্যা আলিফাকে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হচ্ছে।

জয়প্রকাশ বলেন, ‘আলিফা এর আগে কালীগঞ্জেরই একটি আসন থেকে জেলা পরিষদের সদস্য ছিলেন। তিনি রাজনীতিতে নতুন নন। বাবার হাত ধরে তিনি স্থানীয় বহু উন্নয়নমূলক কাজ করেছেন।’

প্রসঙ্গত, কালীগঞ্জ বিধানসভা আসনে ২০১১ ও ২০২১ সালে জয়ী হয়েছিলেন নাসিরউদ্দিন। গত বিধানসভা নির্বাচনে এই আসনে তিনি প্রায় ৪৭ হাজার ভোটে জিতেছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন নাসিরউদ্দিন। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর মৃত্যুর পর তিন মাস বিধায়কহীন রয়েছে কালীগঞ্জ। ১৯ জুন সেখানে উপনির্বাচন। ২৩ জুন হবে ভোটগণনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *