উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সুপ্রিম রায়ে বাংলায় ২৬ হাজার জনের চাকরি হারানোর ঘটনায় বিজেপি ও সিপিএমকে কাঠগড়ায় তুলল তৃণমূল কংগ্রেস। তাঁদের দাবি বিজেপি ও সিপিএম ষড়যন্ত্র করে এই চাকরিগুলি খেয়েছে। আরই এরই প্রেক্ষিতে চলতি সপ্তাহে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল।
আগামী ৯ এপ্রিল দলের ছাত্র-যুবরা কলকাতায় একটি প্রতিবাদ মিছিল করবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত বক্সী। বেলা ৩ টায় এই মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ধর্মতলা পর্যন্ত যাবে বলে জানা গিয়েছে। এছাড়াও ১১ এপ্রিল প্রত্যেক জেলা, ব্লক ও ওয়ার্ডে ছাত্র যুবদের প্রতিবাদ মিছিল সংঘটিত হওয়ার কথাও রয়েছে।
প্রসঙ্গত, এসএসসি ইস্যুতে প্রথম থেকেই বিজেপি-সিপিএমকে নিশানা করে আসছে তৃণমূল। সুপ্রিম কোর্টের রায়ের পর সাংবাদিক বৈঠকে মমতা সরাসরি নিশানা করেছিলেন বিশিষ্ট আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। অপরদিকে সোমবার নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সভায় মমতা অভয় দিয়েছেন,তিনি বেঁচে থাকতে যোগ্যদের চাকরি যাবে না। তাঁর কাছে বিকল্প ‘এ-বি-সি-ডি প্ল্যান’ আছে বলেও দাবি করেছেন তিনি।