নয়াদিল্লি: ট্রেনে (Practice) আসন নিশ্চিত হল কি না, সেই তথ্য ২৪ ঘণ্টা আগেই জানতে পারবেন যাত্রীরা। এখন নিশ্চিত (কনফার্মড) আসনের তালিকা ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে প্রকাশ করা হয়। এবার সেই সময়সীমা ২৪ ঘণ্টা এগিয়ে আনার উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। বর্তমান নিয়ম অনুযায়ী, দু’মাস আগেই দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং শুরু হয়ে যায়। আসনের অনুপাতে চাহিদা বেশি হলে পরে টিকিট কাটা যাত্রীদের একাংশকে অপেক্ষমান তালিকায় (Wating Checklist) রাখা হয়। যেসব যাত্রীর টিকিট কনফার্ম (Ticket Affirmation) হয়েছে, তাঁদের কেউ বুকিং বাতিল করলে ওয়েটিং লিস্টের যাত্রীদের টিকিট কনফার্ম হয়। তবে কনফার্ম টিকিটের চূড়ান্ত তালিকাটি ট্রেন ছাড়ার মাত্র ৪ ঘণ্টা আগে প্রকাশ করে রেল। যার জেরে শেষমুহূর্ত পর্যন্ত ওয়েটিং লিস্টের যাত্রীদের অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়।
সেই সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে রেল। সূত্রের খবর, প্রথম ধাপে বিকানের বিভাগে পরীক্ষামূলকভাবে ব্যবস্থাটি চালু করা হবে। সবকিছু ঠিকঠাক চললে কয়েকমাসের মধ্যে গোটা দেশে ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগে কনফার্মড আসনের তালিকা প্রকাশ করা হতে পারে। সূত্রটি জানিয়েছে, গত মাসে বিকানের বিভাগে পরিদর্শনে গিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো (Railway Minister Ashwini Vaishno)। সেইসময় সংশ্লিষ্ট রেল আধিকারিকরা তাঁকে যাত্রীদের সমস্যার ব্যাপারে অবগত করেন। সমস্যা মেটাতে রেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন মন্ত্রী। তারপরই কনফার্মড লিস্ট প্রকাশের সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।