উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার লঞ্চকে (The Bengal Recordsdata Trailer) ঘিরে উত্তেজনা ছড়াল কলকাতায় (Kolkata)। শনিবার সকালে কলকাতার এক বিলাসবহুল হোটেলে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) এই ছবিটির ট্রেলার লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠান শুরু হতেই বাধে বিপত্তি। পরিচালকের অভিযোগ, অনুষ্ঠানের মাঝেই হোটেল কর্তৃপক্ষ জানায়, এই ছবির ট্রেলার লঞ্চ করা যাবে না। এরপরই বন্ধ হয়ে যায় অনুষ্ঠান। এই ঘটনার পরই ক্ষোভ উগড়ে দেন পরিচালক।
সূত্রের খবর, আগে একটি মাল্টিপ্লেক্সে ট্রেলার লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে ঠিক হয় একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠানটি হবে। কিন্তু শনিবার সকালে অনুষ্ঠান শুরু হওয়ার পরই বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি মাইকের তার কেটে দেওয়ারও অভিযোগ উঠেছে। হোটেল কর্তৃপক্ষকে এনিয়ে প্রশ্ন করা হলেও কোনও উত্তর মেলেনি।
এরপরই ক্ষুব্ধ পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেন, ‘কোনও কারণ ছাড়াই প্রদর্শনকক্ষের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। সকাল থেকে প্রচুর পুলিশ এখানে জড়ো হয়েছে। আমরা তো চোর-ডাকাত নই। ছবি বানাই। সত্যজিৎ রায়ের মাটিতে দাঁড়িয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, ভাবিনি। এটা যদি একনায়কতন্ত্র না হয় তাহলে কী? এটা যদি ফ্যাসিজম না হয় তাহলে এটা কী?’ এই উত্তেজনার মাঝেই একটা সময়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় বিবেককে।
এদিকে, শোনা যাচ্ছে যে কলকাতার পুরসভার অনুমতি ছাড়াই নাকি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তাই পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়েছে। যদিও তা মানতে চাননি বিবেক। সেই সঙ্গে অভিযোগ, ছবির ঝলক প্রদর্শনে ব্যবহৃত ল্যাপটপটিও এদিন পুলিশ বাজেয়াপ্ত করেছে। যদিও এই ব্যাপারে বিবেকের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের তরফেও এখনও এনিয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।