উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাল্টিপ্লেক্সে ১৬ বছরের কমবয়সীদের রাত ১১টার পর সিনেমা দেখায় নিষেধাজ্ঞা জারি করল তেলেঙ্গানা হাইকোর্ট (Telengana Excessive Court docket)। যদিও এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার রাজ্য সরকারের উপরেই ছেড়েছে আদালত। তবে যতদিন না কোনও সিদ্ধান্ত হচ্ছে ততদিন সকাল ১১টার আগে ও রাত ১১টার পর মাল্টিপ্লেক্সে যাতে ১৬ বছরের কমবয়সীরা প্রবেশাধিকার না পায় তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত চায় এনিয়ে সব পক্ষের সঙ্গে কথা বলুক রাজ্য সরকার।
সোমবার রাম চরণ অভিনীত ‘গেম চেঞ্জার’ এবং অন্যান্য সিনেমার টিকিটের মূল্য বৃদ্ধি সংক্রান্ত আবেদনের শুনানি চলছিল তেলেঙ্গানা হাইকোর্টে। শুনানির সময় আবেদনকারীর আইনজীবী বিজয় গোপাল জানান, শিশুরা বেশি রাতে সিনেমা দেখলে তাঁদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে। বর্তমানে রাত দেড়টা অবধি মাল্টিপ্লেক্সে সিনেমা প্রদর্শন চলে। এখনও পর্যন্ত গভীর রাতের শোতে ১৬ বছরের কমবয়সীদের প্রবেশে কোনও নিষেধাজ্ঞা নেই। সম্প্রতি পুষ্পা-২ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হওয়ার ঘটনার প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী।