Telangana Tunnel Collapsed | অবশেষে সাতদিন পর! সুড়ঙ্গে আটকে থাকা ৪ শ্রমিকের অবস্থান মিলেছে, জানালেন তেলেঙ্গানার মন্ত্রী

Telangana Tunnel Collapsed | অবশেষে সাতদিন পর! সুড়ঙ্গে আটকে থাকা ৪ শ্রমিকের অবস্থান মিলেছে, জানালেন তেলেঙ্গানার মন্ত্রী

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিগত এক সপ্তাহ ধরে তেলেঙ্গানার সুড়ঙ্গে (Telangana Tunnel Collapsed) আটকে রয়েছেন আট শ্রমিক। দিনরাত এক করে তাঁদেরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তবে শনিবার অবশেষে রাডারের (Radar) মাধ্যমে ৮ জনের মধ্যে ৪ জন শ্রমিকের অবস্থান জানা গিয়েছে। এমনটাই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী জুপাল্লি কৃষ্ণা রাও। তবে তাঁদের শারীরিক অবস্থা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। রবিবার সন্ধ্যার মধ্যে তাঁদের উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আটকে থাকা বাকি ৪ শ্রমিকের প্রসঙ্গে মন্ত্রী জানান, বাকি চারজন টানেল বোরিং মেশিনের নীচে আটকে পড়েছেন বলে মনে করা হচ্ছে। প্রায় ১১টি সংস্থার কর্মীরা এই উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। গত কয়েকদিনে তাঁদের অবস্থান সম্পর্কে জানা সম্ভব হয়নি। এদিন চারজনের অবস্থান জানা গেলেও তাঁদের কোনও সাড়াশব্দ মেলেনি। ফলে কিছুটা সংশয় থেকেই গিয়েছে। উদ্ধারকারীরা আপ্রাণ চেষ্টা চালালেও সুড়ঙ্গের ভেতরে থাকা জল-কাদার যথেষ্ট বেগ পেতে হচ্ছে। পাম্প চালিয়ে জল বার করা হলেও ফের কিছুক্ষণের মধ্যেই জল ভরে যাচ্ছে সুড়ঙ্গে।

প্রসঙ্গত, গত শনিবার সকালে তেলেঙ্গানার নাগারকুর্নুল জেলায় শ্রীশৈলম বাঁধের পেছনে জলসেচের জন্য সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলছিল। সেই সময় আচমকাই বাঁধের বাম দিকের একাংশ ধসে পড়ে। ফলে সেখানেই আটকে পড়েন ৮ শ্রমিক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *