মুর্শিদাবাদ: মুহূর্তের আনন্দ বদলে গেল শোকের আবহে! স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে গিয়েছিল নৌকা বিহারে। মাঝ নদীতে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। নৌকা উলটে নদীতে ডুবে মৃত্যু হল এক কিশোরের। শনিবার এমনই ঘটনা ঘটল মুর্শিদাবাদের ডোমকল এলাকায়। এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গিয়েছে, মৃত কিশোরের নাম আব্দুল হালিম। সে স্থানীয় এক স্কুলের দশম শ্রেণীর ছাত্র। এদিন সকালে স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয়। স্কুলে না গিয়ে আব্দুল বন্ধুদের সঙ্গে এলাকার এক নদীর পাড়ে গিয়ে টিনের আস্তরণ দিয়ে তৈরি একটি নৌকায় চেপে বসে। মাঝ নদীতে যেতেই দোদুল্যমান নৌকার টাল সামলাতে না পেরে আব্দুল নদীতে পড়ে তলিয়ে যায়। বন্ধুদের চিৎকার শুনে আব্দুল সহ অন্যদের বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় স্থানীয় কিছু যুবক। বাকি বন্ধুদের উদ্ধার করা সম্ভব হলেও হালিমকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ডুবে যাওয়া কিশোরকে উদ্ধার করতে খবর দেওয়া হয় সিভিল ডিফেন্সকে। সিবিল ডিফেন্সের সদস্যরা নদীতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে আব্দুলের দেহ। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ছেলের দেহ শনাক্ত করার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা।