তপন: তপন ব্লকের ১ নং রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের মান্দাপাড়া, সুতোল, কসবা, বাটর সহ বিভিন্ন এলাকায় পুনর্ভবা নদীর জল হুহু করে ঢুকছে। রাতের মধ্যেই গোটা এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা, জেলা সুপার চিন্ময় মিত্তাল, তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ, তপন থানার আইসি জনমারি ভয়ান্নে লেপচা সহ জেলা ও ব্লক প্রশাসনের একাধিক আধিকারিকগণ। ওই এলাকার পরিবারগুলিকে উদ্ধার করে আপাতত বাটোল প্রাথমিক বিদ্যালয়ে ত্রান শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।