মহাকাশ থেকে ফিরে ফটোগ্রাফি চর্চা শুভাংশুর, ক্যামেরায় ধরলেন উজ্জ্বলতম নীহারিকার ছবি!
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস গড়ে মহাশূন্যে ভ্রমণই জাগিয়েছে উৎসাহ। অনন্ত আকাশে যে হাজারও আকর্ষণ! আর তারই প্রেমে পড়েছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন তথা নভশ্চর শুভাংশু শুক্লা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আপাতত তিনি ‘কোয়ারেন্টাইন’ অর্থাৎ ফের পৃথিবীর জলহাওয়ায় শরীরকে অভ্যস্ত করার প্রক্রিয়ায় রয়েছেন। এরই মাঝে তাঁর নতুন আগ্রহ জেগেছে অ্যাস্ট্রোফটোগ্রাফিতে। অর্থাৎ মহাশূন্যের নানা আকর্ষণীয় ছবি […]
আরও পড়ুন