NIA | ফুলবাড়িশরিফের বম্ব ব্লাস্ট মামলায় গ্রেপ্তার মোস্ট ওয়ান্টেড জঙ্গি, প্রেস বিজ্ঞপ্তি জারি করল এনআইএ
কিশনগঞ্জ: গত ১১ সেপ্টেম্বর এনআইএ (NIA)-র মোস্ট ওয়ান্টেড লিস্টে থাকা জঙ্গি মহবুব আলম নদভীকে কিশনগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। সেইদিনই নদভীকে এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার ধৃতকে নিয়ে যাওয়া হয় দিল্লীতে। এই মর্মে ১৩ সেপ্টেম্বর এনআইএ-র তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানান হয়েছে যে, বিহারের ফুলবাড়িশরিফের সিরিয়াল বোম ব্লাস্টের ফৌজদারী […]
আরও পড়ুন