Malda | দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে লক্ষ্য করে গুলি! তুলকালাম কাণ্ড মালদাতে
মালদা: বাড়ি থেকে বেরিয়ে গুলিবিদ্ধ দ্বাদশ শ্রেণির পড়ুয়া (Malda Shootout)! ঘটনাস্থল মালদা (Malda)। সোমবার রাতে মোথাবাড়ি থানার অন্তর্গত লাহারদিটোলায় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হয় ওই পড়ুয়া। বর্তমানে সে চিকিৎসাধীন এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)। গুলিবিদ্ধ পড়ুয়ার নাম আবদুল সাহিদ (১৯)। বাড়ি ওই এলাকাতেই। আবদুল বাঙ্গীটোলা হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। আবদুলের দাদা আদির জালানি জানান, ‘সন্ধের সময় […]
আরও পড়ুন