CPIM | মাঝে দীর্ঘ বিরতি, সমনের হাত ধরে ফের সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই উত্তরবঙ্গের প্রতিনিধির
শিলিগুড়ি: উত্তরবঙ্গ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত সিপিএমের (CPIM) কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন সমন পাঠক। একসময় দার্জিলিং থেকে সিপিএমের সাংসদ আনন্দ পাঠকের ছেলে সমন আগে রাজ্য সভার সাংসদ ছিলেন। তার পর অবশ্য দার্জিলিং থেকে সিপিএমের আর কেউ সাংসদ হননি। বরং পাহাড়ে জাতিভিত্তিক রাজনীতির ধাক্কায় ক্রমশ ক্ষয়ীষ্ণু হতে হতে প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে একসময়ের দাপুটে সিপিএম। […]
আরও পড়ুন