এবারও শিরোপা অধরা, জুরিখের ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ চোপড়া
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একটা খেতাবি লক্ষ্যে জুরিখের ডায়মন্ড লিগ ফাইনালে নেমেছিলেন দু’বারের অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া। কিন্তু বৃহস্পতিবার মধ্যরাতে লেৎজিগ্রান্ড স্টেডিয়ামে তাঁকে ফিরতে হল দ্বিতীয় হয়েই। শেষ প্রচেষ্টায় ৮৫.০১ মিটার দূরত্ব অতিক্রম করল তাঁর থ্রো। ৯১.৫১ মিটার ম্যামথ থ্রোয়ে প্রথম স্থান জার্মান প্রতিযোগী জুলিয়ান ওয়েবারের। ত্রিনিদাদ ও টোবাগোর কেশর্ন ওয়ালকট ৮৪.৯৫ মিটার থ্রো […]
আরও পড়ুন