দিনে বাল্মিকী, রাতে রত্নাকর! ওড়িশায় ডাকাতির ঘটনায় ধৃত ‘মোটিভেশনাল স্পিকার’
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের যিনি ঋষি বাল্মিকী, অন্য বেলায় তিনিই দস্যু রত্নাকর! ভূবনেশ্বরের এক ইউটিউবারের ঘটনা এমনই। সমাজমাধ্যমে ব্যাপক সক্রিয় তিনি। এলাকার মানুষ এবং নেটাগরিকরা তাঁকে ‘মোটিভেশনাল স্পিকার’ হিসাবেই চেনে, সেই লোকটাই কিনা ২০ লক্ষ টাকা গয়না চুরির দায়ে ধরা পড়লেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম মনোজ কুমার সিং। ওড়িশার ভুবনেশ্বরের বাসিন্দা তিনি। […]
আরও পড়ুন