Cooch Behar | লোকালয়ে বাইসনের তাণ্ডব, আতঙ্ক এলাকায়
নিশিগঞ্জ: বুধবার সকাল থেকে বাইসনের তাণ্ডব কোচবিহার ১ (Cooch Behar) ব্লকে। এদিন সকাল থেকে মোয়ামারি, বাঘমারা, গিরিয়ারকুঠি সহ বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায় বাইসনটি (Bison)। এনিয়ে গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। আসেন বনকর্মীরা। ঘন ভুট্টাখেতে বারবার লুকিয়ে পড়ায় বাইসনটিকে কাবু করতে বেশ বেগ পেতে হয় বনকর্মীদের। ফলিমারি গ্রাম পঞ্চায়েতের গিরিয়ারকুঠি […]
আরও পড়ুন