উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ‘আপনাকে ভবানীপুরে হারাব’, বুধবার বিধানসভার বাইরে ধর্নায় বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেছেন, ‘৪ বছরেও আমার কাছে হারের জ্বালা ভুলতে পারেননি মুখ্যমন্ত্রী। উনি নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন। আপনাকে ভবানীপুরে হারাব, চ্যালেঞ্জ করছি।’ মমতার অবস্থা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতো হবে বলেও এদিন তোপ দাগেন শুভেন্দু।
রাজ্যে সাম্প্রদায়িক অশান্তির অভিযোগ তুলে মঙ্গলবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। কিন্তু অধ্যক্ষ তা গ্রহণ করেননি। বিজেপির প্রস্তাব খারিজ করে তিনি জানান, আগেই এবিষয়ে আলোচনা করা হয়েছে। এনিয়ে গতকাল অশান্ত হয়ে উঠেছিল বিধানসভা। ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।
এসবের পরিপ্রেক্ষিতে এদিন মুখ্যমন্ত্রী গেরুয়া শিবিরের সমালোচনা করে বলেন, ‘কোনও ধর্মকে অপমান করা চলতে পারে না। আপনারা ধর্মীয় কার্ড খেলছেন।’ তাঁর বক্তব্য চলাকালীন বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। এদিনও শুভেন্দু অধিকারী, শংকর ঘোষ সহ দলের অন্য বিধায়করা ওয়াকআউট করেন। পরে বিধানসভার বাইরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। পরে বিধানসভার বাইরে ধর্নায় বসেন বিরোধী দলনেতা। শুভেন্দু প্রশ্ন তোলেন, ‘হিন্দুদের ওপর আক্রমণের বিরুদ্ধে কথা বলেছি, এটাই কি আমাদের অপরাধ?’