Sunil Gavaskar | ‘নিশ্চিত হয়েই বিশ্বাস করবেন’, তাঁর নাম নিয়ে ভুয়ো খবর, অভিযোগ সানির

Sunil Gavaskar | ‘নিশ্চিত হয়েই বিশ্বাস করবেন’, তাঁর নাম নিয়ে ভুয়ো খবর, অভিযোগ সানির

শিক্ষা
Spread the love


মুম্বই: তাঁর মুখে কথা বসানো হচ্ছে। তাঁর নাম ব্যবহার করে ভুয়ো খবর প্রকাশ করছে বেশ কিছু ক্রীড়া ওয়েবসাইট। এমনই মারাত্মক অভিযোগ করছেন সুনীল গাভাসকার। কিংবদন্তির দাবি, গত কয়েক মাস ধরেই এটা হচ্ছে। তার নজরেও পড়েছে। প্রচারের জন্য তাঁর নাম জড়িয়ে এরকম মিথ্যাচার করা হচ্ছে। সানির অনুরোধ, এই ধরনের খবরকে বিশ্বাস করার আগে যেন খবরের সত্যাসত্য দেখে নেন সাধারণ মানুষ, পাঠকরা।

ক্রিকেট ধারাভাষ্যকার, ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে সক্রিয় গাভাসকার। চলতি ভারত-ইংল্যান্ড সিরিজে জোড়া দায়িত্বে রয়েছেন। পাশাপাশি নিয়মিত কলামও লেখেন। তাঁর নাম করে ভুয়ো খবর ছড়ানো নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন গাভাসকার। যেখানে বলেছেন, ‘গত কয়েক মাস ধরে আমার নজরে পড়ছে এটা। বেশ কিছু ক্রীড়া ওয়েবসাইট এবং বেশ কিছু ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে আমার মুখে বেশ কিছু মন্তব্য বসানো হচ্ছে। অথচ, সেইসব মন্তব্য আমি কখনও করিনি, আমার নয়ও।’

সাধারণ মানুষের কাছে গাভাসকার আরও বলেছেন, ‘সবার কাছে অনুরোধ করব, আপনারা কোনও খবর বিশ্বাস করার আগে, তার বিশ্বাসযোগ্যতা ভালোভাবে দেখে নেবেন। নিশ্চিত হয়েই যেন কোনও কিছু বিশ্বাস করেন।’ সম্প্রতি একইরকম অভিযোগ করেছিলেন অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বীন। দাবি, তাঁদের নাম ব্যবহার করে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। গাভাসকারও গত বর্ডার-গাভাসকার ট্রফির সময়ও সংশ্লিষ্ট একটি ওয়েবসাইটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। দাবি করেন, তাঁর নাম নিয়ে ভুয়ো আর্টিকল প্রকাশ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *