Suniel Shetty | ‘স্বামী কেরিয়ার বানাবেন, সন্তানকে দেখভালের দায়িত্ব স্ত্রীর’, ফের বিতর্কিত মন্তব্য সুনীল শেট্টির

Suniel Shetty | ‘স্বামী কেরিয়ার বানাবেন, সন্তানকে দেখভালের দায়িত্ব স্ত্রীর’, ফের বিতর্কিত মন্তব্য সুনীল শেট্টির

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের বিস্ফোরক মন্তব্য করে নতুন বিতর্কে জড়ালেন বলিউড অভিনেতা সুনীল শেট্টি (Suniel Shetty)। বিয়ে নিয়ে বর্তমান প্রজন্মের ধৈর্যের অভাব কী প্রভাব ফেলছে, তা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন তিনি। পারিবারিক গতিশীলতার পরিবর্তন সম্পর্কেও নিজের মতামত ভাগ করেছেন অভিনেতা। তাঁর দাবি, স্বামী যদি কেরিয়ার গড়তে ব্যস্ত থাকে তাহলে সন্তানকে দেখভালের দায়িত্ব নেবে স্ত্রী-ই। আর সুনীলের এই মন্তব্যের পরই শুরু হয়েছে সমালোচনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে ধৈর্য্যের অভাব। বিয়ের কিছু সময় পর আপোসের দরকার হয়। যেখানে একে অপরকে বুঝতে হবে এবং একে অপরের জন্য বাঁচতে হবে। এরপরই একটি সন্তান আসে জীবনে। সেই সময় স্ত্রীকে বুঝতে হবে যে স্বামী যদি তাঁর কেরিয়ার গড়তে ব্যস্ত থাকে, তাহলে তাঁকে (স্ত্রীকে) সন্তানের যত্ন নিতে হবে। অবশ্যই, স্বামীও এতে জড়িত থাকবে। কিন্তু আজকাল, সবকিছুতেই অনেক চাপ।’

যদিও এরপর সুনীল উল্লেখ করেছেন যে ডিজিটাল দুনিয়া কীভাবে অযাচিত পরামর্শে ভরা। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘আজকাল সবাই পরামর্শ দিতে চায়। ভার্চুয়াল দুনিয়া আপনাকে বলে যে কীভাবে মা-বাবা হতে হয়, কী খেতে হয় এবং কী করতে হয়। তবে আমি বিশ্বাস করি নিজের অভিজ্ঞতার মাধ্যমে শেখা ভালো। তাই আমার মনে হয়, আপনার জন্য যা ভালো সেটাই শুনুন এবং মনে রাখুন। কিন্তু অনেক কিছু বদলে গেছে। এখন তো বিয়ের আগেই মানুষের বিবাহবিচ্ছেদ হয়ে যাচ্ছে।’

প্রসঙ্গত, সুনীল শেট্টি ও তাঁর স্ত্রী মানা শেট্টি ১৯৯১ সালে বিয়ে করেছিলেন। কিন্তু তাঁর স্ত্রী আলাদা সম্প্রদায়ের হওয়ায় অভিনেতার বাবা-মা প্রথমে এই বিয়ের পক্ষে ছিলেন না। কিন্তু তাঁরা কখনওই হাল ছাড়েননি। একে অপরের সঙ্গে থেকেছেন সব সময়। তাই অভিনেতার মতে, বর্তমান সময়ে বৈবাহিক জীবনের সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *