উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নখের যত্ন নিতে অনেকেই পার্লারে ছোটেন ম্যানিকিওর করানোর জন্য। তবে এই ব্যস্ত জীবনে অনেক সময় পার্লারে যাওয়ার সময়ও মেলে না। সেক্ষেত্রে কয়েকটি সহজ উপায়ে পার্লারে না গিয়ে বাড়ি বসেই নখ সুন্দর করে তুলতে পারেন। সেগুলি কী কী তা জেনে নিন (Suggestions)।
১. ভুল করে নখ দিয়ে কোনও লেবেল ছেঁড়ার চেষ্টা করবেন না। তাতে নখ দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।
২. দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস থাকলে তা ছেড়ে দিন।
৩. প্রতিদিন হ্যান্ড ক্রিম ব্যবহার করুন। তাতে হাতের ত্বকের পাশাপাশি নখের আশপাশও শুষ্ক হয় না।
৪. এবড়ো খেবড়ো নখ হাতের সৌন্দর্য নষ্ট করে। তাই প্রথমে হাতের নখ সমান করে কেটে ফেলুন। ফাইল দিয়ে ঘষে নিতেও পারেন।
৫. বাসন মাজার ফলে নখের ক্ষতি হয়। অনেক সময় কোণ থেকে ভেঙে যায়। কিংবা ঔজ্জ্বল্য নষ্ট হয়। তাই নিজের নখের সুরক্ষায় বাসন মাজা কিংবা জামাকাপড় কাচার আগে গ্লাভস ব্যবহার করুন।
৬. একটানা বেশিদিন কোনও নেলপলিশ পরে থাকবেন না। তাতে নখের রং বদলে যাওয়ার সমস্যা তৈরি হয়। তাই নেলপলিশ মাঝে মাঝে তুলে ফেলুন।