উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্ষাকালে একটা স্যাঁতস্যাঁতেভাব সব সময়। আর এই সময় বাড়ে পোকামাকড়ের উপদ্রবও। এমনকি বড় কৌটোতে রাখা চালেও অনেক সময় পোকা ধরে যায়। ছোট আকারের এই পোকা তাড়ানো মুশকিল। আর পোকা ধরা চাল রান্নাও করা যায় না। তবে এই সমস্যা থেকে মুক্তির কিছু ঘরোয়া উপায় রয়েছে (Suggestions)। সেগুলি জেনে নিন ঝটপট।
১. চালের কৌটোতে নিমপাতা রেখে দিন। নিমপাতা শুকনো হয়ে গেলে ফেলে দিন। তারপরে আবার তাজা নিমপাতা রাখুন। একটা ডাল রাখলেই হবে। এতে সমস্ত পোকা দূর হয়ে যাবে। নিমপাতার বদলে তেজপাতাও ব্যবহার করতে পারেন।
২. কোনও সুতির কাপড়ে শুকনো হলুদ মুড়েও চালের কৌটোতে রাখতে পারেন। এতে চাল দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। পোকা ধারে কাছে ঘেঁষবে না।
৩. চালের কৌটোতে কয়েক গোটা লবঙ্গ রেখে দিন। লবঙ্গের ঝাঁজে কিছু দিনের মধ্যে পোকা চলে যাবে।
৪. কয়েকটা শুকনো লংকাও রেখে দিতে পারেন চালের কৌটোতে। লংকার ঝাঁজে সমস্ত পোকা দূর পালিয়ে যাবে।