উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অনেক সময় কৌটোতে রাখার পরও নরম হয়ে যায় বিস্কুট। এক্ষেত্রে বিস্কুট মুচমুচে (Suggestions) রাখতে কী করবেন? জানুন…
১. বিস্কুট রাখার জন্য এয়ার টাইট কৌটো ব্যবহার করুন। তাতে বিস্কুট নরম হয়ে যাওয়ার সমস্যা থেকে রেহাই পেতে পারেন।
২. বিস্কুটের কৌটোর মধ্যে শুকনো পাউরুটি রেখে দিন। এতে পাউরুটি সমস্ত আর্দ্রতা শুষে নেবে। এতে বিস্কুট আবার মুচমুচে হয়ে যাবে। এছাড়া পাউরুটির টুকরো রেখে দিতে পারেন।
৩. বিস্কুট ঢেলে রাখার আগে টিস্যু পেপার দিয়ে কৌটো ভালো করে মুছে নিন। তাতে ভেজাভাব দূর হবে। ফলে বিস্কুট নরম হওয়ার সম্ভাবনাও কমবে।