উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : তামিলনাডুর কারুরে অভিনেতা থালাপতি বিজয়ের সমাবেশে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। মুখ্যমন্ত্রীর ঘোষণা, এই ঘটনায় যাঁরা দায়ী তাঁদের শাস্তি নিশ্চিত করবে তাঁর সরকার। ইতিমধ্যে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কারুরে অভিনেতা বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্ট্যালিন। কমপক্ষে ১০০ জন আহত হয়েছেন। রবিবার সকালে স্ট্যালিন নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। পাশে থাকার আশ্বাস দেন। পরে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক পরিস্থিতির খোঁজ নেন।
মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবে সরকার। চিকিৎসার জন্য আহতদের ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। পুলিশ ও প্রশাসন অবশ্য ঘটনার দায় চাপাচ্ছে অভিনেতা বিজয়ের উপরই। তামিলনাডুর এডিজিপি জানিয়েছেন, মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।
এদিন স্ট্যালিন বলেছেন, ‘এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যুর খবর মিলেছে। তামিলনাডুর ইতিহাসে এর আগে কোনও রাজনৈতিক কর্মসূচিতে এত মানুষের প্রাণ যায়নি। ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে।’