উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে রাজ্য সরকারকে দুষলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। নয়াদিল্লি থেকে একটি ভিডিও বার্তায় তিনি তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলে বলেছেন, ‘সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হয়েছে। যাঁরা যোগ্য, তাঁদের চাকরি চলে গেল শুধু মাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। যাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের চাকরি বাঁচানোর জন্য উনি ২৬ হাজার জনের চাকরি বলিদান দিয়ে দিলেন। এই পরিবারগুলি যে আজ পথে বসল, সেজন্য দায়ী তৃণমূল কংগ্রেস ও সেই দলের নেত্রী।’
সুকান্ত এদিন অভিযোগ করেন, তৃণমূলের কিছু লোক লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দিয়েছিলেন। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ও রাজ্য সরকার কেন যোগ্য ও অযোগ্যদের আলাদা করতে পারেনি? সেই প্রশ্নও এদিন রেখেছেন বিজেপির রাজ্য সভাপতি। আলাদা করা হলে সকলের চাকরি যেত না বলে মনে করেন তিনি।
বৃহস্পতিবার এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিল মামলার রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট (Supreme Courtroom)। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ পুরো প্যানেল বাতিলের রায় দিয়েছে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। চাল এবং কাঁকর আলাদা করা যায়নি। যে কারণে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হল।
২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল করেছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেটাই বহাল রাখল শীর্ষ আদালত। সেই সঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। যাঁরা অন্য সরকারি চাকরি ছেড়ে ২০১৬ সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন, তাঁরা চাইলে পুরোনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন।