SSC Recruitment Case Verdict | তালিকায় বিধায়ক কন্যার নাম! চোপড়ায় চাকরি হারিয়েছেন ৪০ জনেরও বেশি

SSC Recruitment Case Verdict | তালিকায় বিধায়ক কন্যার নাম! চোপড়ায় চাকরি হারিয়েছেন ৪০ জনেরও বেশি

ভিডিও/VIDEO
Spread the love


চোপড়া: ২০১৬ সালের এসএসসি’তে (SSC Recruitment Case Verdict) নিয়োগের পুরো প্যানেল বৃহস্পতিবার বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court docket)। জানা গিয়েছে, এই তালিকায় রয়েছে চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের কন্যা সহ এলাকার বিভিন্ন স্কুল থেকে ৪০ জনেরও বেশি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর নাম। আর এনিয়ে রীতিমতো শোরগোল পড়েছে চোপড়ায় (Chopra)। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। যদিও বিধায়ক হামিদুল রহমানের বক্তব্য, ‘মেয়ে পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছে। এখন গোটা প্যানেল ভুয়ো বলা হচ্ছে। সেটা আইনি বিষয়।’

হামিদুল রহমানের (Hamidul Rahman) কন্যা চোপড়া ব্লকের কালীগঞ্জ হাইস্কুলের শিক্ষিকা। স্কুল সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের যে প্যানেল বাতিল হয়েছে তাতে তাদের স্কুল থেকে পাঁচজন শিক্ষক ও একজন শিক্ষাকর্মী রয়েছেন। তাঁদের মধ্যে বিধায়কের কন্যাও রয়েছেন। স্কুলের টিআইসি আফজল হুসেন বলেন, ‘তালিকায় পাঁচজন শিক্ষক ও একজন শিক্ষাকর্মী রয়েছেন। প্রত্যেকেই দক্ষ। নিয়মিত স্কুলে আসার পাশাপাশি সরকারি বিভিন্নরকম দায়িত্ব পালন করেন তাঁরা।’

এদিকে চাকরি বাতিলের তালিকায় নাম রয়েছে চোপড়া গার্লস হাইস্কুলের ৯ জন শিক্ষিকার। অন্যদিকে, চোপড়া হাইস্কুলে রয়েছে ৮ জন। এদিকে লক্ষ্মীপুর হাইস্কুলে টিআইসি সহ মোট ৬ জন। ব্লকের প্রায় অধিকাংশ স্কুল থেকে বাতিল প্যানেলের তালিকায় শিক্ষক-শিক্ষিকাদের নাম রয়েছে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *