SSC Examination | পরীক্ষায় বসবেন ১৫২ জন ‘দাগি’! এসএসসি নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

SSC Examination | পরীক্ষায় বসবেন ১৫২ জন ‘দাগি’! এসএসসি নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ অর্থাৎ রবিবার রয়েছে এসএসসি-র নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা (SSC Examination)। আর তার আগেই বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, এত কিছুর পরেও ১৫২ জন দাগি প্রার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে (Tainted candidates)। আজ পরীক্ষায় বসবেন তাঁরা। এই পরীক্ষাকে প্রহসনের পরীক্ষা বলেও কটাক্ষ করেছেন শুভেন্দু।

শনিবার এসএসসি-র শিক্ষক নিয়োগ প্রসঙ্গে শুভেন্দুকে প্রশ্ন করা হয়েছিল। তখনই রাজ্য সরকারকে তোপ দেগে বিরোধী দলনেতা বলেন, ‘১৯৫৮ জন শিক্ষক-শিক্ষিকা দাগি। তা সবাই জানে, আমরাও জানি, তালিকাও জানে। কিন্তু ১৮০৬ জনের নাম ঘোষণা করা হয়েছে। আর ১৫২ জন্য দাগিকে পরীক্ষায় বসাচ্ছে। ক্রুটিযুক্ত পরীক্ষা হতে চলেছে। প্রশ্ন বিক্রি হয়েছে।’ এমনকি খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর আত্মীয়ও এদের মধ্যে রয়েছে বলেই দাবি তাঁর।

এরপরই প্রশ্ন বিক্রির অভিযোগ তুলে শুভেন্দু বলেন, ‘পরীক্ষাকেন্দ্রে অর্থের বিনিময়ে তৃণমূলের লোকেরা পুলিশকে সঙ্গে নিয়ে ৯ বছর পরে একটা প্রহসনের পরীক্ষা করছে। এর ফল অশ্বডিম্ব হবে।’ সেই সঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে প্রতি বছর স্বচ্ছভাবে এসএসসি ও প্রাইমারির পরীক্ষা হবে বলেই দাবি তাঁর। শুভেন্দুর কথায়, ‘প্রতি বছর এসএসসি হবে, প্রতি বছর প্রাইমারি হবে। ওএমআর শিটে পরীক্ষা হবে। ওএমআর পদ্ধতি চালু হবে। কার্বন কপি বাড়ি নিয়ে আসবেন। আনুন বিজেপিকে।’

এদিকে শুভেন্দুর মন্তব্য সামনে আসতেই মুখ খুলেছে তৃণমূলও। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এপ্রসঙ্গে বলেন, ‘এসএসসি ভেস্তে দেওয়ার জন্য নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। এটা অতি নিম্নশ্রেণির রাজনীতি যে, সকলের মনে ভয় ঢুকিয়ে দেওয়া। এসএসসি-র চেয়ারম্যানও জানিয়েছেন যে, কোনওভাবেই প্রশ্নপত্র ফাঁস হয়নি। শুভেন্দু অধিকারী বারবার মিথ্যা কথা বলে মানুষের মনে সংশয় তৈরির চেষ্টা করছেন। এখনও পর্যন্ত কোনও প্রমাণও দিতে পারেননি তিনি। ফের নতুন অভিযোগ এনেছেন। সেই অভিযোগটিও মিথ্যা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *